চট্টগ্রামে বিএনপির মিছিলে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি নুরুল আবছার মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ উত্তর বন্দর এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্থানীয় হাজি জাফর আহাম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, নুরুল আবছার মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে বিএনপির মিছিলে হামলা করা হয়। এ ঘটনায় ৭ অক্টোবর রাতে মামলা করেন বিএনপির সমর্থক তৌহিদ মিয়া।
মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান, জাবেদের ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/আশিক