চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ৪৬ কেজি গাঁজাসহ মো. জুয়েল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৪ নভেম্বর) চান্দগাঁও থানার ৫ নং ওয়ার্ডের একটি কাঁচাঘরে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাঘরের পাশে বিপুল মাদকদ্রব্য মজুদ করা হয়েছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় একটি কাঁচাঘরের পাশে পলিথিনে মোড়ানো ২৩ বান্ডেলে মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় জুয়েলকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জুয়েল ও জব্দ মাদক পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম