ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতিতে নেতৃত্ব দেয়া রুস্তম আলী সাজ্জাদ (৩০) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ। রুস্তমের বাড়ি পাশ্ববর্তী বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়ার কুল গ্রামে।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার জানান, রুস্তমের বিরুদ্ধে সীতকুণ্ড থানায় বিভিন্ন সময়ে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও খুনের মামলা রয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী পরিবারসহ ব্যক্তিগত গাড়িতে গত ১১ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন। তাদের গাড়িটি সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে বিকট শব্দ হয়। শব্দ শুনে চালক গাড়িটি দাঁড় করিয়ে চেক করার জন্য গাড়ি থেকে নামলে একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়িটি ঘিরে ফেলে। এসময় তারা চালককে মারধর করে শফিকুলের পরিবারেরদের সদস্যদের কাছ থেকে তিনটি মোবাইল, স্বর্ণের চেইন ও নগদ টাকা হাতিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গাড়িচালক মাকসুদুর রহমান মাসুদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। পরবর্তীতে তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত রুস্তমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় হাতিয়ে নেয়া একটি মোবাইল ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিনি/হিমেল