'স্ট্রোক, প্যারালাইসিস, বাথ-ব্যথা, আইসিইউ রোগী, অর্থোপেডিক রোগী, প্রতিবন্ধী শিশুদের বিকাশ এবং বিভিন্ন অপারেশন পরবর্তী রোগীদের রিহ্যাবিলিটেশন সেবা অত্যন্ত জরুরি। তাই রিহ্যাবিলিটেশন মেডিসিন নিয়ে অবহেলার সুযোগ নেই।'
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্টারন্যাশনাল ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবস উপলক্ষে ‘রিহ্যাবিলিটেশন সেবা, গড়ে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
হাসপাতালটির ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসালটেন্ট (ফিজিক্যাল মেডিসিন) ডা. পলাশ নাগ। সভাপতিত্ব করেন হাসপাতালের সার্জারি বিভাগের ডা. বিজন কুমার নাথ। এর আগে সকালে হাসপাতাল ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়।
সেমিনারে ডা. পলাশ নাগ বলেন, রিহ্যাবিলিটেশন সেবাটা এমন যে, বিভিন্ন রোগীকেই এই চিকিৎসা গ্রহণ করতে হয়। পোস্ট অর্থোপেডিক, স্ট্রোক, প্যারালাইসিস, বাত-ব্যথা, সেরিব্রাল পলসি, আইসিইউ ভর্তি রোগীর রিহ্যাবিলিটেশন সেবা প্রদান করা হয়। তবে রোগীর তুলনায় সেবাকেন্দ্র অপ্রতুল।
বিডি প্রতিদিন/এমএস