চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের ঘাটকুল এলাকায় মাহিন উদ্দিন তাছিম (১৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মাহিন উদ্দিন হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর এলাকার মো. জমিরের ছেলে। সে ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
জানা যায়, সন্ধ্যায় মাহিনের বাবা বাড়িতে এসে ঘরে ঢুকে ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম