চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বন্দর থানার দুই নম্বর মাইলের মাথা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেবাশীষ পাল দেবু বন্দর থানা এলাকার বিজয় পালের ছেলে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, দেবাশীষ পাল দেবুর বিরুদ্ধে একাধিক মামলা আছে। পুলিশের থানায় অগ্নিসংযোগ-অস্ত্র লুটের মামলা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নগরীর কোতোয়ালী থানায়ও তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে নগরীর চান্দগাঁও থানার বেপারী এলাকা থেকে থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মো. তারেককে গ্রেফতার করেছে পুলিশ। তারেক স্থানীয় আবদুর রহমান সওদাগর বাড়ির বাসিন্দা। তিনি চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গত ১৪ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তারেককে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং চসিকের সাবেক এক কাউন্সিলরের একান্ত সহযোগী। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ