চট্টগ্রামের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে হায়দার আলী সাদ্দাম নামে এক মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদ্দাম চান্দগাঁও থানা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি হবিগঞ্জের বাহুবলি থানার জয়পুর এলাকায়। তিনি চট্টগ্রামের হাটহাজারী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘সাদ্দামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম