চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয় নগর এলাকায় নাছিমা আক্তার নামে এক নারীর গলিত লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী মো. নাছিরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) জেলার আনোয়ারা উপজেলার গুনদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নাছির ওই এলাকার বারশত ইউনিয়নের বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে বিজয়নগর এলাকায় থাকতেন। লাশ উদ্ধারের পর থেকে পলাতক ছিলেন।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, গত শনিবার বিজয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে ওই নারীর স্বামী নাছিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছে নাছির। তার বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও মাদকের দুইটি মামলা আছে। তাকে পরবর্তী ব্যবস্থার জন্য আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমএস