চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তিতুল্য শিল্পী সনজিত আচার্য্য আর নেই। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭১ বছর। এর আগে সোমবার সকালে তিনি স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রামের আঞ্চলিক গানে শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের কালজয়ী জুটির পর সনজিত আচার্য-ক্যলাণী ঘোষ জুটিই হলো সবচেয়ে জনপ্রিয় জুটি।
চট্টগ্রামের আরেক বিখ্যাত শিল্পী কল্যাণী ঘোষ জানান, সোমবার সকালে স্ট্রোক করার পর হাসপাতালে ভর্তি করা হয় সনজিতকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
আরেক শিল্পী কার্তিক মজুমদার বলেন, 'শত শত শিল্পী আছেন সনজিত আচার্য্যের হাতে গড়া। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে।'
সনজিত আচার্য চট্টগ্রামের অনেক বিখ্যাত গানের সুরকার ও গীতিকার। তার গাওয়া 'বাঁশখালী মইশখালী/ পাল উড়াইয়া দিলে সাম্পান গুড়গুড়াই টানে', 'বাঁশ ডুয়ার আড়ালত থাই/ আঁরারে ডাকর কিয়রল্লাই...’, ‘গুরা গুরা হতা হই/ বাগানর আড়ালত বই/ পিরিতির দেবাইল্যা আঁরারে বানাইলা’সহ অনেক গান স্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় হয়েছে। তার মৃত্যুতে চট্টগ্রামের সংগীত ও সংস্কৃতিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল