প্রতিটি পদে পদে স্বৈরাচার হাসিনার সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি।
মঙ্গলবার গুমের শিকার ছাত্রদল নেতাকর্মী ও অন্যান্যদের সন্ধান চেয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রবিউল হোসেন রবি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের জনগণ মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। তার শাসনামলে দেশে কোনো ধরনের মানবাধিকার ছিল না। প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে স্বৈরাচার হাসিনার সরকার। হাসিনার পতনের সঙ্গে দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খলিল মীর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন রুবেল। পরিচালনা করেন সদস্য সচিব এমরান হোসেন জীবন।
মানববন্ধনে পটিয়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ হাবিব, রিদুয়ান নাঈম, হাসান সিকদার, মহিউদ্দিন, রিপন, জাহেদ ও তাজুল ইসলাম বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কেএ