চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে সিডিএফএ-মেয়র একাডেমি ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে দ্বিতীয় ম্যাচ চলছে আনোয়ারা ফুটবল একাডেমির সাথে ফতেয়াবাদ স্পোর্টস একাডেমির খেলা। এমন সময়ে মাঠে হাজির হলেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানী। তাকে পেয়ে উচ্ছ্বসিত দর্শক ও খেলোয়াড়রা। পরে তিনি কুশল বিনিময় করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সেলা গোলদাতা রবিউল হাসানের হাতে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি জেলা স্টেডিয়ামে দিনে দুইটি করে চলছে সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব -১৩) ফুটবল টুর্নামেন্টের খেলা। সোমবার প্রথম খেলায় পাঠানটুলী ফুটবল একাডেমি ৫-১ গোলে সন্দান ফুটবল একাডেমিকে পরাজিত করে।
পাঠানটুলী ফুটবল একাডেমির পক্ষে গোল করেন মোদাশ্বির উদ্দিন নাবিল তিনটি, মো. নাজউল্ল্যাহ একটি, সুজয় বড়ুয়া একটি। সন্দান ফুটবল একাডেমির পক্ষে বেলাল হোসেন জনি একটি গোল করেন।
মোদাশ্বির উদ্দিন নাবিলকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেন তুলে দেওয়া হয়। দ্বিতীয় খেলায় আনোয়ারা ফুটবল একাডেমি ৩-০ গোলে ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যাচে গোলদাতা রবিউল হাসান দুইটি ও নিয়াজুল করিম একটি। রবিউল হাসানের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুুলে দেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানী।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে খেলা উপভোগ করেছেন ওমর সানী। তিনি বলেন, আমি যেন আমার নিজের শৈশবে ফিরে গেছি। ছোট ছোট শিশুরা এমন ভালো খেলছে... মনে হচ্ছে তাদের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি। আমি নিজেও একসময় ফুটবল খেলেছি। আজকে যেভাবে এখানে শিশুদের মাঝে খেলার উৎসাহ সৃষ্টি করছে, তাতে আমি আশাবাদী। একদিন আমরা বিশ্বের বুকে ফুটবলে ভালো করতে পারব।
এ সময় মাঠে ওমর সানীর সঙ্গে ছিলেন আনোয়ারা ফুটবল একাডেমির টিম পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. শাহেদসহ সিডিএফএ সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/কেএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        