ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যাতায়াতে পর্যাপ্ত যান চলাচল নিশ্চিত, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদারসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা। মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, দপ্তর সম্পাদক আহমদ রেজা, 
সংগঠনর নেতা মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, মোজাম্মেল হোসেন ও এডভোকেট আবু বকর ছিদ্দিক উপস্থিত ছিলেন।  
সাত দফা দাবিগুলো হলো- কোরবানি উপলক্ষে সড়ক-মহাসড়কসহ যত্রতত্র গরু বাজার বসা বন্ধ, যত্রতত্র পশুর বর্জ্য রাখা বন্ধ করা, কোরবানি উপলক্ষে যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করা, গরু বাজারে এবং সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা ইত্যাদি।
বিডি প্রতিদিন/নাজিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        