চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুই দিন কাস্টম হাউস বন্ধ রাখায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে ২১ জুন ও ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করে গত ২৮-২৯ জুন যথাক্রমে রোজ শনিবার ও রবিবার কাস্টম হাউস, চট্টগ্রাম বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
রাজস্ব ব্যবস্থার যৌক্তিক সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে গত ২৮ ও ২৯ জুন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টম হাউসেও সেই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির কারণে দুই দিন কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এর প্রভাবে চট্টগ্রাম বন্দরের কাজকর্মও স্থবির হয়ে পড়ে। ২৯ জুন রাতে কর্মসূচি প্রত্যাহার হলে কাস্টম হাউসে কাজ শুরু হয়।
বিডি প্রতিদিন/কেএ