রাজধানীর উত্তরায় নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের হামলায় তাইওয়ানের এক গার্মেন্টস ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তৎক্ষণাৎ তার পরিচয় জানা যায়নি।
শুক্রবার বিকেলে তার ওপর এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি জানান।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন