সন্ত্রাসী হামলার আশঙ্কায় চট্টগ্রাম জুড়ে যৌথ অভিযান শুরু করেছে র্যাব-পুলিশ-বিজিবি। শুক্রবার থেকে নগর ও জেলার বিভিন্ন পয়েন্ট ব্লক ও সারপ্রাইজ চেক পোস্ট বসিয়ে তল্লাশী এবং সাঁড়াশি অভিযান করছে যৌথ বাহিনীর সদস্যরা।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অন্যান্য বাহিনীর সাথে র্যাবও কাজ করছে। নিয়মিত চেক পোস্টের বাইরে সারপ্রাইজ চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালানো হচ্ছে।’
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল বলেন, ‘বিদেশী হত্যাকাণ্ডের পর থেকে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে শুক্রবার থেকে র্যাব-বিজিবি’র সমন্বয় যৌথ অভিযান চালানো হচ্ছে।’
জানা যায়, চট্টগ্রামের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃংখলারক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র বন্দর, বাস টার্মিনাল, রেল স্টেশনসহ কেপিআইগুলোর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে এবং প্রারপ্রাইজ চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন