ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ড. ফেরদৌস আহমেদ কোরেশী। তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। সম্প্রতি তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। এখন তিনি কথাও বলতে পারছেন।
ব্রেইন স্ট্রোক করলে গত ২২ অক্টোবর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
ড. কোরেশীর মেয়ে ডা. অনিন্দিতা শবনম কোরেশী শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ''বাবার ডান সাইড এখনো প্যারালাইজড। আইসিউতে থাকলেও বাবা এখন নরমাল পজিশনে রয়েছেন। তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। এটা তার মস্তিস্ককে স্বাভাবিক রাখতে সহায়তা করবে। এছাড়া বাবাকে বেশ কয়েকটি ফিজিওথেরাপি দিতে হবে।''
ড. কোরেশীর সহধর্মিনী নিলোফার পান্না কোরেশী বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে দেশবাসীর কাছে তার স্বামীর জন্য দোয়া প্রার্থনা করেছেন।
ড. ফেরদৌস আহমেদ কোরেশী গত ২২ অক্টোবর সিদ্ধেশ্বরীর বাসায় ঘুমের মধ্যে স্ট্রোক করেন। ওইদিন রাত ১১টার দিকে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেরদিন বুধবার পর্যন্ত ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে তিনি আইসিইউতে নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আলীম আকতার ভূঁইয়ার অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ