প্রকাশক ফয়সল আরেফিন দীপনসহ লেখক-ব্লগারদের হত্যাকারীদের গ্রেফতার করতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ থেকে এ আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়।
সাম্প্রদায়িক হামলায় নিহত মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অজয় রায়ের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, মহিলা পরিষদ সভাপতি আয়শা খানম, নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, নাট্যকার আজাদ আবুল কালাম, শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান, শিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রমুখ।
ডা. ইমরা এইচ সরকার বলেন, খুনিদের গ্রেফতারের জন্য সরকারকে ১৫ দিন সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে কেউ গ্রেফতার না হলে ২০ নভেম্বর সমাবেশের আয়োজন করা হবে। সেখান থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি ঘোষণা দেন, খুনিদের গ্রেফতার দাবিতে ৯ নভেম্বর বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ ও আলোর মিছিল হবে। ১৩ নভেম্বর বিকেল ৪টায় হবে প্রতিবাদী সংস্কৃতিক সমাবেশ। এরপর ২০ নভেম্বর গণসমাবেশের আয়োজন করা হবে। ১ ডিসেম্বর থেকে পুরো মাসজুড়ে স্কুল ও কলেজে সেমিনার করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন