রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত 'বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে আজ শুক্রবার সকালে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তার কেবিন নম্বর ১৩২৮।
হাসপাতাল সূত্র জানিয়েছেন, নূরজাহান বেগম এখন অনেকটাই সুস্থ এবং সবার সঙ্গে কথা বলতে পারছেন। এক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
নূরজাহান বেগম হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মির্জা নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার সকালে নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত কারণ এবং শরীরে সোডিয়াম কমে যাওয়ায় তিনি প্রায় অজ্ঞান ছিলেন।
উল্লেখ্য, নূরজাহান বেগম উপমহাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ