রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় ছুরিকাঘাতে আহত রেহানা আক্তার (৪০) নামে এক নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান বলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।
রেহানা আক্তারের মৃত্যু পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে তার এক আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। তার স্বামীর নাম মতিউর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক তার ওই আত্মীয় জানান, ২ নভেম্বর রাতে মিরপুরে নিজের বাসায় রেহানা ছুরিকাঘাতে আহত হন। প্রথমে তিনি ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানান। কিন্তু পরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন তার ছেলে ইমন ওরফে রিমন তার মাকে ছুরিকাঘাত করে।
ঘটনার পর আহত রেহানাকে প্রথমে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও সর্বশেষ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য রেহানার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার এক আত্মীয় ছাড়া আর কেউকে হাসপাতালে পাওয়া যায়নি। এমনকি তার স্বামী, বাবা-মা কেউ আসেননি।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ