লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার অর্থই হল, চালাকি ও জোরজবরদস্তি করে ভোট ছিনিয়ে নিয়ে জনগন ও বিরোধীদলীয় প্রতিদন্ধীতাকারী প্রাথীদের হুমকি ধমকি, ভয়ভীতি প্রদশর্নের মাধ্যমে দখলে নেয়ার অপকৌশল।
তিনি বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনেও যদি জোর করে জনগনের ভোটের অধিকার কেড়ে নেয়া হয় তার পরিনতি হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কবর দেয়ার শামিল।
তিনি আজ শুক্রবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশনের জাতীয় নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন।
ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি কামরুল ইসলাম সুরুজের সভাপতিত্বে সভায় লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এডভোকেট ফারুক রহমান, ছাত্রমিশন সাধারন সম্পাদক মোঃ জাবের হোসেন, সহ-সভাপতি সালমান খান, নাহিদুর রহমান নাহিদ, ঢাকা মহানগর আহবায়ক সৈয়দ মোঃ মিলন প্রমুখ।
সভায় আগামী ২৭ নভেম্বর শুক্রবার ঢাকায় বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন