রাজধানীর ফকিরাপুল থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্যসহ শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবিরের কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, আটককৃতরা হলেন— খলিলুর রহমান (২০), মিজানুর রহমান (১৮), মো. রনি (২১), কবির হোসেন (২৩), আল-আমিন (১৮)। তারা ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রশিবিরের নেতাকর্মী। একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, ৭১/১ আফরোজা টাওয়ারের ৬ তলায় নাশকতার জন্য গোপন বৈঠক চলাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই কার্যালয় থেকে বোমা তৈরির সরঞ্জাম, ৪-৫ কেজি বিস্ফোরক দ্রব্যসহ গাড়ির চাকা পাংচারের জন্য বিশেষ তারকাঁটা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ