কমলাপুর রেলস্টেশন থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ হাবিবুর রহমান নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুরে নামার পর হাবিবুরকে তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
আটক হাবিবুর শারীরিক প্রতিবন্ধী বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ