রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার পাকিস্তানিসহ ৭ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
আটক চার পাকিস্তানি হলেন- মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ শাকিল, খলিলুর রহমান ও ইকবাল। অপর তিন বাংলাদেশি হলেন- বাবুল খান, ফরমান ও শহীদ।
মুনতাসিরুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব