ঢাকার জেলার সাভারের আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় নিষ্ক্রিয় থাকার অভিযোগে শিল্প পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার আশরাফুল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সাময়িক বহিস্কৃত ওই তিন পুলিশ সদস্য হলেন- ইমরান আজিজ, আপেল মাহামুদ ও পিনারুজ্জামান।
এর আগে, গত বুধবার আশুলিয়ার বারইপাড়া এলাকায় একটি পুলিশ চেক পোস্টে দুর্বৃত্তদের হামলায় মুকুল নামে শিল্প পুলিশের এক এক সদস্যকে হত্যা ও নরু আলম নামে আরও একজনকে গুরুতর আহতের ঘটনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
আশরাফুল্লা বলেন, ঘটনায় সময় উপস্থিত থাকা ৫ শিল্প পুলিশের মধ্যে দুইজন দুর্বৃত্তদের শিকার হলেও বাকি তিনজন কোন প্রতিরোধের চেষ্টা না করে পিছনের শলবনের দিকে পালিয়ে যায়। এই ঘটনারই জের ধরে ইমরান আজিজ, আপেল মাহামুদ ও পিনারুজ্জামান নামে তিন শিল্প পুলিশকে সাময়িক ররখাস্ত এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব