আগামী ১০ বছর পরে বাংলাদেশে কেউ নিরক্ষর থাকবে না বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার ঢাকা কমার্স কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ।
পরিকল্পনামন্ত্রী বলেন, চল্লিশ বছর আগে দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ১৭ শতাংশ অক্ষর জ্ঞান সম্পন্ন ছিল, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। আমি এখানে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে বলতে পারি আগামী ১০ বছর পরে এদেশে কোনো কৃষক, ট্যাক্সি ড্রাইভারসহ কেউই নিরক্ষর থাকবে না।
সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল সব শিশুদের বিদ্যালয়মুখী করা। এ কাজটি এরই মধ্যে সফলভাবে সম্পন্ন করেছি।
তিনি আরও বলেন, ‘এখন চ্যালেঞ্জ শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করা এবং শিক্ষার মান বাড়ানো। বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে এ দুই কাজ করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
বর্ষ পূর্তি অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কলেজের রজত জয়ন্তীর অনুষ্ঠানমালার সূচনা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। এরপর কলেজের হল রুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন গভর্নিং বডির আরেক সদস্য ডা. মো. আবদুর রশিদ।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব