হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ ভারতীয় রুপিসহ একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. নুরুল্লা (২৮)।
শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তিনি দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে করে ঢাকায় আসেন। তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন, তার বাবার নাম হাবিবুল্লাহ। বাড়ি ফেনীতে।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি, প্রিভেন্টিভ) মো. শাহীদুজ্জামান সরকার বলেন, পাকিস্তান থেকে দুবাই হয়ে ঢাকায় এসেছেন নুরুল্লা। তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন। পাসপোর্ট না থাকায় তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তার সঙ্গে একটি ওয়াশিংমেশিন ছিল। এর মধ্য থেকে ৪০ লাখ ভারতীয় রুপি পাওয়া গেছে। তবে রুপিগুলো জাল কিনা তা যাচাই-বছাই করা হচ্ছে।
বর্তমানে তাকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এছাড়া মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান শাহীদুজ্জামান সরকার।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন