চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় আগুনে তিনটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেল ৩টায় দক্ষিণ হালিশহর নয়াহাট এলাকায় একটি বাসায় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে তিনটি বাসার বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। ইপিজেড ফায়ার স্টেশনের ইনচার্জ বাহার উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন