সিলেট ও খুলনার দুটি পৃথক চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার রায় হতে যাচ্ছে আজ রবিবার। সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা ও খুলনার চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার রায় আজ রবিবার ঘোষণার দিন ধার্য রয়েছে। সিলেট ও খুলনার নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর
সিলেট: শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় আজ সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার ঘোষণা করার কথা রয়েছে।
খুলনা: খুলনা মহানগর দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক দিলরুবা সুলতানার আজ চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব