নারায়ণগঞ্জে ছিনতাকারীর ছুরিকাঘাতে রাজু (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
নিহত রাজু ফতুল্লাহ স্টেডিয়ামের পশ্চিম পাশের গলির বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন ভ্যানচালক।
রাজুর সঙ্গে থাকা কবির হোসেন বলেন, নারায়ণগঞ্জ কোর্ট এলাকা থেকে কার্টন বোঝাই করে নবাবপুরের উদ্দেশে রওয়া দেই আমরা। আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ভূঁইঘরের রূপায়ণ গলিতে পৌঁছালে হঠাৎ করে দুজন ছিনতাইকারী রাজুর পেটে ছুরিকাঘাত করে মোবাইল ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় রাজুকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব