রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। এবার একটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন শিক্ষার্থী।
চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ৯টি ইউনিটের ৫৬টি বিভাগে মোট ৪ হাজার ৭শ' ২২টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ১ লাখ ৬০ হাজার ৬শ' ৮২টি।
এদিকে, ভর্তি পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেও তাদের বাড়তি নজরদারি রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর তারিকুল হাসান।
অন্যদিকে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব