রাজধানীর মুগদায় নারী সংক্রান্ত বিরোধের জেরে আল আমিন (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে ধানমণ্ডির কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, মুগদা এলাকার ল্যাংটা ফকিরের গলি এলাকায় বুধবার রাতে আল-আমিনকে পিটিয়ে আহত করা হয়।
নিহত আল আমিন মুগদা মাণ্ডা এলাকার মনির হোসেনের ছেলে এবং পেশায় একজন নুডুলস বিক্রেতা।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আজমল হোসেন জানান, আল আমিন ওই এলাকায় নুডুলস বিক্রি করতেন। বুধবার রাতে এক নারীকে কেন্দ্র করে তাকে পিটিয়ে আহত করে স্থানীয় কয়েকজন যুবক। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ধানমণ্ডি কিডনি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে মারা যান তিনি।
এসআই আরও জানান, এ ঘটনায় দুই যুবককে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব