রংপুর বাহাই কেন্দ্র নামে খ্রিস্টান মিশনারি কেন্দ্রের পরিচালক মো. রুহুল আমিন (৪৫) দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের রামকৃষ্ণ মিশন রোডে (আর কে রোডে) এ ঘটনা ঘটে।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া এবং কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আহত রুহুল আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পিএস-২ এবং বাহাই কেন্দ্র, রংপুরের পরিচালক।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব