নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান। এর ফলে তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এদিন, আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।
পরে মাসুদ রানা জানান, গত বছরের ৩১ ডিসেম্বর টঙ্গী ও কালিয়াকৈর থানায় পুলিশের দায়ের করা নাশকতার দুই মামলায় রবিবার আদালত তাকে জামিন দেন।
তিনি আরও বলেন, পুলিশ এ পযন্ত তাকে মোট ১৭টি মামলায় আটক দেখিয়েছে। এর আগে তিনি ১৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ বাকী দুই মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে কোনো বাধা নেই।
চলতি বছরের বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে মান্নানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। এরপর গত ১১ ফেব্রয়ারি মেয়র এম এ মান্নানকে রাজধানীর বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি বারডেমে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব