রাজশাহীর মোহনপুরে দুইটি বিদেশি পিস্তল ও ৫৭ রাউন্ড গুলিসহ শরীফ রেজা (২০) নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মরগা বিলের বারইপুকুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শরীফ রেজা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর গ্রামের সাইফুদ্দিন রেজার ছেলে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হামিদ জানান, আজ রবিবার সকালে ওই এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দেয়। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শরীফ রেজাকে আটক করে। আটকের পর তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। থানয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিবিরকর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ঠিক কী উদ্দেশে সেখানে ঘোরাঘুরি করছিল সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৫/ রশিদা