চট্টগ্রাম মহানগরীর কাট্টলী সিটি গেট এলাকা থেকে পাচারের শিকার সন্দেহে ২০ নারীকে উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে আকবর শাহ থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিএমপির আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ জানান, সিটি গেট চেকপোস্টে বাস থামিয়ে ২০ নারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা পাচারের শিকার। দেশের বিভিন্ন স্থান থেকে এনে এদের চট্টগ্রামে জড়ো করা হচ্ছিল।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন