চসিক মেয়র আ, জ, ম নাছির উদ্দিন বলেন, প্রযুক্তির ব্যবহার ও সহায়তা না নিলে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। তাই বর্তমান সরকার কাস্টম-বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার করে সেবা-পরিসেবা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আদায়ের ভিতকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে আমদানি-রফতানি কার্যক্রমকে গতিশীল করে জাতীয় অর্থনীতিকে সুদৃঢ় করছে। তবে সরকার একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়, সবাইকে দেশপ্রেম নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে কাস্টম হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটাল কাস্টমস: প্রোগ্রেসিভ এনগেজম্যান্ট’। অনুষ্ঠানে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন সৈয়দ গোলাম কিবরিয়া।
কাস্টমস কমিশনার হোসেন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর আসনের এমপি এমএ লতিফ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর: লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬ উদযাপন কমিটির আহ্বায়ক কাস্টমস কমিশনার (এক্সাইজ ও ভ্যাট) সৈয়দ গোলাম কিবরিয়া, অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ, জ, ম নাছির উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন