লাগাতার ক্লাস বর্জনের ঘোষণার পর অধ্যক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ক্লাসে ফিরেছে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
এর আগে সকাল ৭টা থেকে শিক্ষার্থীরা কলেজের ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে অধ্যক্ষ এসে প্রশাসনের সাথে আলাপ করে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতারের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত রবিবার মোবাইল ফোনে রিচার্জ করাকে কেন্দ্র করে ওসমানী মেডিকেল কলেজের সামনের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবারও শিক্ষার্থীরা বিক্ষোভ করে। গতকাল সোমবার থেকে তারা লাগাতার ক্লাস বর্জনের হুমকি দিয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা