চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে তিনটি ছোরা, দুইটি অত্যাধুনিক লেন্সযুক্ত টিপছুরি, তালা ভাঙ্গার হেক্সু ব্লেড, দুইটি লোহার রড ও একটি মলমের কৌটাসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: সন্দ্বীপ থানার খান সাহেব আমিন মিয়ার বাড়ির মো. জামশেদের ছেলে মো. মামুন হোসেন ওরফে মিঠু (২৬), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জয়পুর শেখ বাড়ি ইউনিয়নের মো. কুদ্দস শেখের ছেলে মো. শেখ ফরিদ (২৫), ফেনী জেলার সদর থানার দৌলতপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. শরীফ (২৪), কুমিল্লার গোপাল নগর গ্রামের মো. জমির হোসেনের ছেলে মো. সাজ্জাদ হোসেন রনি (২২) ও রাউজান থানার পাঠানপাড়া গ্রামের ফজল কাদেরের ছেলে মো. সালাউদ্দিন (২১)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা বেশ কয়েকটি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তারা রিকশা বা অটোরিকশা যাত্রীদের কাছ থেকে ছোরার ভয় দেখিয়ে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ পেয়েছিলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত দলের পাঁচ সদস্য টাকা ও মূল্যবান জিনিস ছিনতাই এবং ডাকাতি করার কথা স্বীকার করেছে। একইভাবে মঙ্গলবার ভোরেও গ্রিনভিউ আবাসিক এলাকার কয়েকটি বাসায় ডাকাতির পরিকল্পনা করার সময় পুলিশ তাদের ধরে ফেলে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা