বরিশালের উজিরপুর উপজেলায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তা করার দায়ে এক মাদ্রাসা শিক্ষককে এক বছরের কারাদণ্ড এবং অপর ৪ শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার নেতৃত্বে মঙ্গলবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওই ৫ জন উজিরপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন।
কারাদণ্ড প্রাপ্ত ওমর ফারুক একই উপজেলার সাকরাল আলিম মাদ্রাসার ইংরেজী বিষয়ের শিক্ষক। আর অর্থদণ্ডে দন্ডিতরা হলেন সাকরাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম, একই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রমিজউদ্দিন ও মো. রফিকুল ইসলাম এবং কালিহাতা মাদ্রাসার সহকারী শিক্ষক মোকতার হোসেন। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা জানান, মঙ্গলবার দাখিল পরীক্ষায় ইংরেজী বিষয়ের পরীক্ষা ছিল। শিক্ষক ওমর ফারুক মুঠোফোনের ক্যামেরায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে প্রেরণ করেন এবং বাহির থেকে একইভাবে উত্তর এনে পরীক্ষার্থীদের সহায়তা করছিলেন। দণ্ডিত অপর ৪ শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্বে থেকে পরীক্ষার্থীদের নকলে সহায়তা দিচ্ছিলেন।
খবর পেয়ে তিনি (ইউএনও) নিজে উজিরপুর আলিম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযুক্ত শিক্ষকদের হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব