চট্টগ্রামের ৫১৮টি কমিউনিটি ক্লিনিকের ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’রা (সিএইচসিপি) চাকরি জাতীয়করণ দাবিতে অর্ধদিবস কর্মবিরতিতে নেমেছেন।
গত রবিবার থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। ফলে তৃণমূলের স্বাস্থ্যসেবায় এ নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানা যায়।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. নঈম উদ্দিন বলেন, সারাদেশের সঙ্গে আমরাও চট্টগ্রামের ৫১৮টি কমিউনিটি ক্লিনিকে গত তিনদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করি। আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতি,
এরপরও দাবি আদায় না হলে ২৩ ফেব্রুয়ারি মহাখালীস্থ প্রকল্প কার্যালয়ে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হবে।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন