চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. ফয়সাল (২০) পিকআপভ্যানের চাপায় নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ বাজারের উত্তরে ছুটি খাঁ জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, দুপুরে মোটরসাইকেলযোগে ফয়সাল জোরারগঞ্জ বাজার থেকে বারইয়ারাহাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন