লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে নরকে পরিণত করেছে। বাংলাদেশে এখন মানুষের জান-মালের নিরাপত্তা নেই। সর্বত্র চলছে চাঁদাবাজি, অস্ত্রবাজি, নির্যাতন, নিপীড়ন। গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র।
তিনি আজ মঙ্গলবার বিকালে তার মহাখালীর বাসভবনে এলডিপিতে যোগদানকারী নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন। অধ্যাপক জান্নাতুল ফেরদৌস সিমা ও অধ্যাপক মাহফুজা আক্তারের নেতৃতে কয়েকজন নারী এলডিপিতে যোগদান করে।
কর্নেল অলি বলেন, আমরা দেশে শান্তি চাই, দেশের উন্নয়ন চাই, আইনের শাসন ও ন্যায় বিচার চাই। আমরা চাই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক এবং জালিম অবৈধ সরকার নিপাত যাক। সকলকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদের এই জালিম সরকারের হাত থেকে মুক্তি দান করেন।
অনুষ্ঠানে এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, তথ্য ও গবেষনা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, গণতান্ত্রিক মহিলাদলের সভাপতি অধ্যাপক কারিমা খাতুন ও গণতান্ত্রিক মহিলাদলের সিনিয়র সহসভাপতি তপতি রানী কর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন