রাজধানীর শান্তিনগরে বহুতল ভবন কনকর্ড টুইন টাওয়ার্সে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ২০তলা ভবনের দশম তলায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ভজন কুমার সরকার।
আগুনে কেউ দগ্ধ হওয়ার খবর না মিললেও ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান।
ভবন থেকে বেরিয়ে আসা কয়েকজন জানান, ১০ তলা থেকে ধোঁয়া বের হতে থাকলে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
আগুনের ঘটনায় ভবনের দশম তলা থেকে উপরের সিঁড়ি ও ছাদে অনেকে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মই দিয়ে তাদের কয়েকজনকে নিচে নামিয়ে আনেন।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব