রাজধানীর দয়াগঞ্জে মধু বিশ্বাস (৪০) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকার শক্তি ঔষাধালয়ের গলিতে এ ঘটনা ঘটে। পরে অপর এক রিকশাচালকের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়।
আহত রিকশাচালক মধু বিশ্বাস টাঙ্গাইল জেলার নাগোরপুর উপজেলার মমতাজ বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলা এলাকায় থাকেন।
অপর রিকশাচালক মো. আরিফ জানান, সকালে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে তিনি গেণ্ডারিয়ার বাসা থেকে বের হন। পথে শক্তি ঔষাধালয় গেটে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে তিন হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তিনি মধুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব