রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগ তুলে জাহিদ হোসেন ও ইমন নামের দুই শিশুকে নির্যাতনের ঘটনায় আরও তিন আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আজ বুধবার রাজশাহীর শিশু আদালতের বিচারক হায়দার আলী সরকার এ জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাকিব, রাকিবের পিতা ফজলুর রহমান ও কমল। আাসামিপক্ষের আইনজীবী ছিলেন রাজশাহী বারের সাবেক সভাপতি মোজাম্মেল হক।
বাদীপক্ষের আইনজীবী পিপি রাশেদ উন নবী আহসান জানান, মঙ্গলবার রাজশাহীর সিনিয়ার জুডিশিয়াল আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মামলার ৭ আসামি। তবে নির্যাতিত শিশুদের একজনের বয়স ১৩ ও অপজনের ১৪ বছর হওয়ায় বিচারক একরামুল কবীর মামলাটি শিশু আদালতে পাঠিয়ে দেয়। শিশু আদালত থেকে অাজ তিন আসামিকে জামিন দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার আসামি আজিজুল ইসলাম ও তার ছেলে উজ্জল হোসেনকে জামিনে মুক্তি দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী দিল সিতারা চুনী অভিযোগ করে বলেন, 'পুলিশ যে ধারায় এ মামলায় চালাচ্ছে তা জামিনযোগ্য। পুলিশের এ দুর্বল ধারার কারণে একের পর এক আসামি জামিন পেয়ে যাচ্ছে।'
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ