সিলেটের দক্ষিণ সুরমার সাতমাইল নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় সেজু মিয়া নামের ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা রুহেনা বেগম। আজ বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার পশ্চিমভাগ এলাকার বাসিন্দা কানাই মিয়ার স্ত্রী রুহেনা বেগম তার ছেলে সেজু মিয়াকে নিয়ে লালাবাজার যাওয়ার উদ্দেশ্যে সাতমাইল শাহ আব্দুল লতিফ মাজারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। বেলা ১টার দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে মা ও ছেলে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেজু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহেনা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ