চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুল আউয়াল বলেন, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ৯৭ জন এবং নিয়মিত মামলার ৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে কয়েক জনের কাছ থেকে ইয়াবা, চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ