চট্টগ্রামে মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাইদের লাঠির আঘাতে খুন হয়েছেন বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি। আজ বুধবার সকালে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের তমির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বোরহান ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সন্দ্বীপ থানার ওসি আবদুস সালাম বলেন, আজ সকালে পারিবারিক কলহের জের ধরে বোরহান উদ্দিনের দু চাচাতো ভাই কবির এবং শহীদুল্লাহ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় বোরহান থামাতে গেলে তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ