চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান জামায়াত নেতা মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ২০১৩ সালের ১৫ জানুয়ারি দায়েরকৃত মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। ফলে উপজেলা পরিষদ আইনের ১৩ খ (১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ জসিম উদ্দিন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি একই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন