হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের গুদাম থেকে চেতনানাশক ৫ কেজি তরল পদার্থ জব্দ করা হয়েছে। গত কয়েকদিন আগে বিমানবন্দরের কুরিয়ার গেট থেকে টোবাকো ফ্লেবার নামক একটি কন্টেইনার জব্দ করা হয়। পরে ওই কন্টেইনারে রক্ষিত তরল পদার্থ পরীক্ষার জন্য র্যাবের ল্যাবরেটরিতে পাঠানো হয়।
বুধবার র্যাবের ওই রিপোর্টে চেতনানাশক তরল পদার্থ বলে সনাক্ত করা হয়। নাশকতা সৃষ্টির জন্য কোন দেশ থেকে কারা কিভাবে চেতনানাশক পদার্থ এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর মহাপরিচালক ড. মইনুল খান।
তবে কারা এসব পদার্থ আমদানি করেছে তদন্তের স্বার্থে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন